প্রযুক্তির অগ্রগতিতে এগিয়ে চলেছে সমস্ত টেকনোলজি পিছিয়ে নেই মোবাইল ফোন নির্তমাতারাও samsung,motorola পর এবার Infinix তাদের নতুন ফ্লিপ ফোন লঞ্চ করতে চলেছে Infinix Zero Flip 5G নাম এই ফোনটি।যদিও কোম্পানির তরফ থেকে এখনো লঞ্চ এর ডেট জানানো হয়নি। তবে কোম্পানি বেশ কিছু ফিচার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছে। ফোনটির সাথে অসাধারণ কিছু ফিচার অফার করতে চলেছে infinix আসুন জেনে যাওয়া যাক কি বিশেষ ফিচার অ্যাড করতে চলেছে ইনফিনিক্স।
আরো পড়ুন : Samsung Galaxy F05: ৫০০০ এমএইচ ব্যাটারী এবং বোরো ডিসপ্লে সাথে লঞ্চ হলো, জানুন বিস্তারিত
Infinix Zero Flip 5G ফিচার
ফ্লিপ এর মতো চমকপ্রদ ফিচার এর সঙ্গে রয়েছে
ডিসপ্লে : মেন্ ৬. ৭ ইঞ্চির ফুল এইচডি এমোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। এবং ৩.৬৪ ইঞ্চির এমোলেড কভার ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের সুরক্ষার কথা মাথায় রেখে কোম্পানি কর্নিং গরিলা গ্লাস এর প্রটেকশন দিয়েছে।
প্রসেসর : প্রসেসিং এর জন্য ফোনটিতে দেওয়া হয়েছে MediaTek Dimensity 8020 চিপসেট যার AnTuTu Benchmark স্কোর 739422 নিচে সম্পূর্ণ তথ্য টেবিল আকারে দেওয়া হলো।
Component | Score |
---|---|
CPU | 194,953 |
GPU | 217,663 |
Memory | 148,147 |
UX | 178,659 |
Total Score | 739,422 |
স্টোরেজ : ফোনটিতে 8GB এবং 16GB LPDDR4X RAM এবং 512GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা : Zero Flip এ থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ ৫০ মেগাপিক্সেল এর ওয়াইড OIS সেন্সর এবং ১০.৮ মেগাপিক্সেল এর আলট্রা ওয়াইড সেন্সর। সেলফির জন্য ১২ মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। মেন্ সেন্সর থেকে 4K@30fps, এর ভিডিও রেকর্ডিং করা যাবে এবং 1080p@30/60fps ভিডিও রেকর্ডিং এর করা যাবে। ফ্রন্ট ক্যামেরা থেকে 4K@30fps ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট দেওয়া হয়েছে।
ব্যাটারী : ব্যাকআপ এর জন্য রয়েছে ৪৬০০ এমএএইচ এর ব্যাটারী। এবং ৭০ ওয়াট ওয়্যার ফাস্ট চার্জিং এর সুবিধা।
অন্যান্য ফিচার : ফোনটিতে রয়েছে NFC সাপোর্ট সহ wifi ৬ এবং সিকিউরিটি জন্য সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর এর সাথে ফেস আনলক ফিচার রয়েছে ফাস্ট USB Type-C সাপোর্ট।
1 thought on “Infinix Zero Flip 5G : অসাধারণ ফ্লিপ ফোন লঞ্চ করতে চলেছে সঙ্গে MediaTek Dimensity 8020”
Comments are closed.