Honor ভারতে ফিরে আসার পর একের পর এক নতুন অসাধারণ ফোন তারা লঞ্চ করে চলেছে। চলতি বছরেই জুন মাসে লঞ্চ হয় Honor 200 এবার হোনোর তাদের নতুন ফোন Honor 200 Lite 5G ফোনটি বাজারে লাঞ্চ করতে চলেছে। ফোনটি মিড্ রেঞ্জ এর মধ্যে থাকবে। মিড্ রেঞ্জ এর ফোন হওয়ার সত্ত্বেও ফোনটিতে থাকবে ১০৮ মেগাপিক্সেল এর ক্যামেরা এবং MediaTek Dimensity 6080 চিপসেট সাথে লঞ্চ হয়েছে ।
আরো পড়ুন : Infinix Zero Flip 5G : অসাধারণ ফ্লিপ ফোন লঞ্চ করতে চলেছে সঙ্গে MediaTek Dimensity 8020
Honor 200 Lite 5G ফিচার
ডিসপ্লে : 200 Lite এ রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি এমোলেড ৯০ হার্জ এর ডিসপ্লে ১০৮০ x ২৪১২ পিক্সেল এবং ২০০০ নিটস এর পিক ব্রিগটনেস।
ক্যামেরা : ফোনটির ব্যাক সাইড এ ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যার মেন্ সেন্সর ১০৮ মেগাপিক্সেল এর f/1.8 এপারচার এর সাথে ওয়াইড সেন্সর এবং দ্বিতীয় সেন্সর টি ৫ মেগাপিক্সেল এর f/2.2 এপারচার এর সাথে আলট্রা ওয়াইড সেন্সর তৃতীয় সেন্সর টি ২ মেগাপিক্সেল এর f/2.4 এপারচার এর একটি মাইক্রো সেন্সর দেওয়া হয়েছে। এবং পেছনের ক্যামেরা থেকে ম্যাক্সিমাম 1080p@30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। দুর্ভাগ্য বসত কোনো রকম 4K রেকর্ডিং এর সুবিধা দেওয়া হয়নি।
সামনে সেলফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল এর f/2.1 এপারচার এর ওয়াইড সেন্সর যেটি 1080p@30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে।
স্টোরেজ : দুটি ram ভেরিয়েন্টে পাওয়া যাবে Honor 200 Lite 5G ফোনটি 8GB RAM+256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB RAM+256GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে কোনো প্রকার এক্সটার্নাল কার্ড স্লট দেওয়া হয়নি।
প্রসেসর : প্রসেসিং এর জন্য 200 Lite এ রয়েছে MediaTek Dimensity 6080 চিপসেট যার AnTuTu Benchmark স্কোর 436846
ব্যাটারী : পাওয়ার ব্যাকআপ এর জন্য দেওয়া হয়েছে ৪৫০০ এমএএইচ এর ব্যাটারী যেটিতে ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং এর সাপোর্ট ও রয়েছে ।
অন্যান্য ফিচার : এছাড়াও Honor 200 Lite 5G তে রয়েছে NFC এবং USB Type-C 2.0 এবং সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট এর মতো ফিচার। ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে Starry Blue, Cyan Lake, Black
আরো পড়ুন : Samsung Galaxy F05: ৫০০০ এমএইচ ব্যাটারী এবং বোরো ডিসপ্লে সাথে লঞ্চ হলো, জানুন বিস্তারিত
Honor 200 Lite 5G দাম
Honor 200 Lite 5G ফোনটি ২৭ সেপ্টেম্বর থেকে কেনা যাবে আমাজন এবং হোনোর এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এছাড়াও অফলাইন রিটেল স্টোর থেকে কিনতে পারা যাবে স্টার্টিং 8GB RAM+256GB ইন্টারনাল স্টোরেজ এর দাম ১৭,৯৯৯ টাকা থেকে শুরু হবে। SBI ব্যাঙ্ক এর কার্ড হোল্ডাররা অতিরিক্ত ২০০০ টাকা ডিসকাউন্ট পাবে।
1 thought on “Honor 200 Lite 5G: ভারতের বাজারে লঞ্চ করলো ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে,জানুন দাম ফিচার”
Comments are closed.