গত কয়েক বছরে অনেক মোবাইল ফোন নির্মাতারা তাদের নতুন নতুন কনসেপ্ট ফোন বিশ্ব বাজারে এনেছে। কিন্তু হুয়াওয়ে নতুন ট্রিপল ফোল্ডিং স্মার্ট ফোন Huawei Mate XT লঞ্চ করে তাক লাগিয়ে দিলো। এই নতুন ফোনটি শুধু মাত্র চিনে উপলব্ধ।
আরো পড়ুন : Xiaomi Redmi Buds 6 : লঞ্চ করছে ২৫ সে সেপ্টেম্বরে
Huawei Mate XT ডিজাইন
Huawei Mate XT পুরো ডিসপ্লেটি ১০.২ ইঞ্চির ওলেড ডিসপ্লে। একবার ফোল্ডিং করলে ৭.৯ ইঞ্চির ডিসপ্লে তে পরিবর্তন হবে এবং দ্বিতীয় ফোল্ডিং এ ৬.৪ ইঞ্চির ডিসপ্লে। পুরো ফোল্ডিং করার পর ফোনটির বেধ বা (thikness) ১২.৮ মিলিমিটার ফোনটি samsung galaxy z fold 5 থেকেও পাতলা এবং samsung galaxy z fold 6 থেকে অল্প একটু মোটা। যেটি ইউসার দের একটি স্মুথ এক্সপেরিয়েন্স প্রদান করে। ফোনটির ওজন ২৯৮ গ্রাম।
Huawei Mate XT ফিচার
এই নতুন ট্রিপল স্মার্ট ফোনটিতে আছে Kirin 5G চিপসেট মডেল Kirin 9010 রয়েছে ৫,৬০০ এমএএইচ এর ব্যাটারী এবং ৬৬ ওয়াট ওয়্যার চার্জিং আর ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট।
Huawei Mate XT তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ৫০ মেগাপিক্সেল মেন্ সেন্সর যেটি (f/1.4 to f/4.0) এপারচার পর্যন্ত পরিবর্তনশীল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় সেন্সর টি ১২ মেগাপিক্সেল এর আলট্রা ওয়াইড সেন্সর। এবং ১২ মেগাপিক্সেল এর পেরিস্কোপ সেন্সর যেটি ৫.৫x অপটিক্যাল জুম্ দেওয়া হয়েছে। এটি ফার্স্ট ফোল্ডিং স্মার্টফোন যাতে ভেরিয়ালব এপারচার দেওয়া হচ্ছে। যেটি আরো বেশি ফেক্সিবিলিটি প্রদান করে depth-of-field এবং ফোকাসিং এর ক্ষেত্রে।
Mate XT তে সেলফির জন রয়েছে ৮ মেগাপিক্সেল এর ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা থেকে 4K পর্যন্ত ভিডিও করা যাবে।
আরো পড়ুন : Huawei Watch D2 লঞ্চ করলো ১.৮২ ইঞ্চির এমোলেড ডিসপ্লে স্মার্ট ওয়াচ জানুন বিস্তারিত
Huawei Mate XT price
Huawei Mate XT শুরু মাত্র চীনের বাজারে পাওয়া যাবে এবং ২০২৫ এর প্রথম দিকে বিশ্ব মার্কেটে বাজারে উপলব্ধ হবে। বর্তমানে চায়নার মার্কেটে দাম 19,999 yuan যেটি ভারতীয় মূল্যে 2,36,667 টাকা এবং বিশ্ব মার্কেটে এটির দাম হবে 2,50,441 থেকেও বেশি।
1 thought on “Huawei Mate XT : ট্রিপল ফোল্ডিং ফোন লঞ্চ করলো, জানুন বিস্তারিত”
Comments are closed.