ভিভো তাদের নতুন স্মার্ট ওয়াচ Vivo Watch 3 বিশ্ব মার্কেটে লঞ্চ করে দিয়েছে। প্রাথমিক প্রকাশে শুধু চিনে হয়েছে। এবং গ্লোবাল ভার্সন শুধু মাত্র এখন ফিলিপিন্স উপলব্ধ রয়েছে। ওয়াচটির ওপরে রয়েছে 3D কার্ভ ডিসপ্লে , ডিজাইনে একটি ঘূর্ণায়মান চাকা দেওয়া হয়েছে যেটি দেখতে বেশ প্রিমিয়াম।
আরো পড়ুন : Huawei Mate XT : ট্রিপল ফোল্ডিং ফোন লঞ্চ করলো, জানুন বিস্তারিত
Vivo Watch 3 ফিচার
Vivo Watch 3 এ রয়েছে ১.৪৩ ইঞ্চির এমোলেড ডিসপ্লে যার রেজুলেশন ৪৬৬ x ৪৬৬ পিক্সেল। ঘড়িটি blueOS সফটওয়ারে চলবে। রয়েছে always on display ফিচার।
হেলথ ট্র্যাকিং একটি নজরকাড়া ফিচার ৮ টি চ্যানেল রয়েছে হার্ট রেট চেকিং এর জন্য এবং ১৬ টি চ্যানেল ব্লাড অক্সিজেন ট্র্যাকিং ফিচার রয়েছে। ঘড়িটি স্ট্রেস লেভেল এবং নয়েস ডিটেকশন চেকিং এর ফিচার রয়েছে। এবং স্পোর্টস প্রেমীদের জন্য রয়েছে ১০০ টি স্পোর্টস মোড।
কানেক্টিভিটি জন্য রয়েছে ব্লুএটুথ কলিং এর ফিচার , NFC সাপোর্ট , মিউজিক কন্ট্রোল। কল রিসিভ এবং এলার্ম সাইলেন্ট এর জন্য motion gestures ফিচার রয়েছে। ঘড়িটির ওজন মাত্র ৩৬ গ্রাম।
আরো পড়ুন : Xiaomi Redmi Buds 6 : লঞ্চ করছে ২৫ সে সেপ্টেম্বরে
Vivo Watch 3 দাম
Vivo Watch 3 তিনটি কালারে পাওয়া যাবে – মুন হোয়াইট সঙ্গে লেদার স্ট্র্যাপ যেটির ফিলিপিন্স মুদ্রায় দাম PhP 14,999 এবং অ্যাস্টেরয়েড ব্ল্যাক কালারের সঙ্গে রবার স্ট্র্যাপ যেটির ফিলিপিন্স এর মুদ্রায় দাম PhP 13,999. Watch 3 ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে কিনতে পারা যাবে।
1 thought on “Vivo Watch 3 : ১৬ দিন পর্যন্ত ব্যাটারী লাইফ! ভিভো লঞ্চ করলো অসাধারণ স্মার্টওয়াচ জানুন বিস্তারিত”
Comments are closed.