পরের সপ্তাহে লঞ্চ করতে চলেছে Redmi Note 14 Pro নতুন ফোনটি Redmi Note 14 সিরিজ এ তিনটি ফোন লঞ্চ করতে চলেছে এই লাইনআপ এ থাকবে Redmi Note 14, Note 14 Pro এবং Note 14 Pro + অসাধারণ কিছু ফিচার এর সঙ্গে এবার কোম্পনীর তরফ থেকে জানা যাচ্ছে যে Redmi Note 14 সিরিজ এ যাওয়া যাবে ৫ বছর পর্যন্ত ওয়ারেন্টি। কিন্তু এর জন্য ক্রেতাদেরকে ৭ হাজার টাকার মতো অতিরিক্ত চার্জ দিতে হবে যদিও এই ঘোষণা শুধু মাত্র চীনের মার্কেটে করা হয়েছে। বিশ্ব মার্কেটের কোনো খবর ঘোষণা করা হয়নি এখনো কোম্পানির তরফ থেকে।
আরো পড়ুন : Xiaomi লঞ্চ করলো 10,000mAh তাক লাগানো 165W ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক
Redmi Note 14 কি কি ক্ষেত্রে পাওয়া যাবে এই ওয়ারেন্টি
ওয়াটার ড্যামেজ ওয়ারেন্টি : ব্যবহার কারীরা ১ টা ফ্রি রিপেয়ার পেয়ে যাবে যদি কোনো প্রকার accidental water করে ফেলে। এই শুধু প্রথম বছরের জন্য পাওয়া যাবে।
ওয়ান ইয়ার স্ক্রিন ব্র্যাক ওয়ারেন্টি : যদি ব্যবহার কারী accidental ফোনের ডিসপ্লে ভেঙ্গে যাই তাহলে প্রথম বছরে একবার ফ্রি ডিসপ্লে পরিবর্তন এর সুযোগ পাওয়া যাবে।
এক বছর ব্যাটারী কভার ওয়ারেন্টি : ব্যাটারী যদি কোনো প্রকার ড্যামেজ হয়ে যাই তাহলে প্রথম বছরে বিনামূল্যে ব্যাটারী রিপ্লেসমেন্ট কভার পাবে।
৫ বছর ব্যাটারী ওয়ারেন্টি : যদি ইউসার ব্যাটারী ৮০% নিচে নেমে যাই ৫ বছরের মধ্যে তাহলে কোম্পনি ফ্রি তে সেই ব্যাটারী পরিবর্তন করে দেবে এই ওয়ারেন্টি কভার এ।
ফোন রিপ্লেসমেন্ট : যদি ফোনের কোনো হার্ডওয়্যার সম্যসা দেখা দেয় তাহলে এই ওয়ারেন্টি তে কোম্পানি পুরো ফোন রিপ্লেস করে দেবে।
আরো পড়ুন : Vivo Watch 3 : ১৬ দিন পর্যন্ত ব্যাটারী লাইফ! ভিভো লঞ্চ করলো অসাধারণ স্মার্টওয়াচ জানুন বিস্তারিত
2 thoughts on “Redmi Note 14 series: পাওয়া যাবে ৫ বছর পর্যন্ত ওয়ারেন্টি”
Comments are closed.