Samsung Galaxy M15 5G Prime Edition: লঞ্চ করলো জানুন কত দাম

Samsung Galaxy M15 5G Prime Edition গত বুধবার ভারতের বাজারে লাঞ্চ করেছে। সদ্য আসা এই ফোনটিতে আছে MediaTek Dimensity 6100+ প্রসেসর 8GB পর্যন্ত RAM এবং 6,000mAh এর ব্যাটারী সহ 50 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা সেন্সর।

আরো পড়ুন : Lenovo Tab K11: Enhanced Edition লঞ্চ হলো 11-Inch Display, MediaTek Helio G88  চিপসেট এর সঙ্গে জানুন দাম

Samsung Galaxy M15 5G Prime Edition price in India ( দাম )

Samsung Galaxy M15 5G Prime Edition এর দাম 4GB + 128GB হলো  10,999  টাকা এবং  6GB + 128GB স্টোরেজ এর দাম 11,999 টাকা আর  8GB + 128GB দাম 13,499 টাকা। ফোনটি স্যামসুং এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং আমাজন এর ওয়েবসাইট থেকে কেনা যাবে। এছাড়াও অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে এই ফোনটি।

আরো পড়ুন : Redmi K80: ফোনটি লঞ্চ করছে 6500mAh এর ব্যাটারী এবং টেলিফোটো ক্যামেরা লেন্স এর সঙ্গে ! জানুন বিস্তারিত

Samsung Galaxy M15 5G Prime Edition ফিচার

ডিসপ্লে :  6.5 ইঞ্চির সুপার এমোলেড (1,080 x 2,340 pixels) যুক্ত ফুল এইচডির ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট 90Hz দেওয়া হয়েছে।

প্রসেসর : ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 6100+ 5G চিপসেট।

স্টোরেজ : ফোনটিতে 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন।

ক্যামেরা : ক্যামেরা ডিপার্টমেন্ট এ রয়েছে 50 মেগাপিক্সেল এর মেন্ সেন্সর এছাড়াও 5-মেগাপিক্সেল এবং  2-মেগাপিক্সেল এর সেন্সর সামনে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য রয়েছে  13-মেগাপিক্সেল এর সেন্সর।

ব্যাটারী : পাওয়ার ব্যাকআপ এর জন্য ফোনটিতে রয়েছে 6,000mAh এর একটি বড়ো মাপের ব্যাটারী।

অন্যান্য ফিচার : ফোনটিতে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর। এবং রয়েছে স্যামসুং এর Knox সিকিউরিটি ব্লুএটুথ 5.3 এর সাপোর্ট এবং dual 5G

1 thought on “Samsung Galaxy M15 5G Prime Edition: লঞ্চ করলো জানুন কত দাম”

Comments are closed.