Samsung Galaxy Tab S10 Series: লঞ্চ হলো Dynamic AMOLED 2X ডিসপ্লের সঙ্গে থাকছে AI ফিচার। জানুন বিস্তারিত

Samsung Galaxy Tab S10 Series গত ২৬ তারিখে লঞ্চ ভারতের বাজারে এবং বিশ্ব বাজারেও। এই লাইনআপে দুটি ট্যাবলেট লঞ্চ করেছে স্যামসুং Samsung Galaxy Tab S10+ এবং Galaxy Tab S10 ultra কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এটি তাদের প্রথম ট্যাবলেট যেখানে স্মার্ট ফোনের মতো সমস্ত Galaxy AI দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে MediaTek Dimensity 9300+ চিপসেট এবং S-Pen এর সাপোর্ট এবং Dynamic AMOLED 2X এর ডিসপ্লে।

আরো পড়ুন : Samsung Galaxy M15 5G Prime Edition: লঞ্চ করলো জানুন কত দাম

Samsung Galaxy Tab S10 Series price (দাম)

Samsung Galaxy Tab S10+ দুটি অপসন এ পাওয়া যাবে wifi কানেকশন এর সাথে এবং 5g কানেকশন এর সাথে ট্যাবটির wifi কানেকশন এর দাম 90,999 টাকা যেটি স্টোরেজ এবং র‍্যাম থাকবে 12GB+256GB এবং একই মডেলটির 5g ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 1,04,999 টাকা।

Galaxy Tab S10 ultra 12GB+256GB স্টোরেজ ভেরিয়েন্ট Wi-Fi এর দাম 1,08,999 টাকা এবং একই মডেল এর 512GB স্টোরেজ এর দাম 1,19,999 দাম এবং অপর দিকে S10 ultra 5g দাম 1,22,999 টাকা এবং 1,33,999 টাকা রাখা হয়েছে। ট্যাবলেট টির অগ্রিম বুকিং করলে  45W ট্রাভেল এডাপ্টার ফ্রি দেওয়া হবে কোম্পানির তরফ থেকে যার দাম 3,499 টাকা। দুটি কালের পাওয়া যাবে ট্যাবলেট টি Moonstone Gray and Platinum Silver. ট্যাবলেটটি স্যামসুং এর অফিসিয়াইল ওয়েবসাইট এবং অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে

আরো পড়ুন : Lenovo Tab K11: Enhanced Edition লঞ্চ হলো 11-Inch Display, MediaTek Helio G88  চিপসেট এর সঙ্গে জানুন দাম

Samsung Galaxy Tab S10 Series specification ফিচার

Samsung Galaxy Tab S10+ এ রয়েছে 12.4-ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে যার রেজুলেশন 2800×1752 যার রিফ্রেশ রেট 120Hz রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা 13-মেগাপিক্সেলের মেন্ সেন্সর এবং 8-মেগাপিক্সেল এর আলট্রা ওয়াইড ক্যামেরা সামনে দেওয়া হয়েছে 12-আলট্রা ওয়াইড ক্যামেরা সেলফি এবং ভিডিও কলিং এর জন্য। ট্যাবলেট টিতে রয়েছে 10,090mAh এর ব্যাটারী এবং 45W ওয়্যার ফাস্ট চার্জিং এর সাপোর্ট।

Samsung Galaxy Tab S10 Series

Galaxy Tab S10 ultra তে রয়েছে 14.6-ইঞ্চির Dynamic AMOLED 2X বোরো ডিসপ্লে যার রেজুলেশন 2960×1848  পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট। Tab S10 ultra তে একই রকম Tab S10+ মতো ক্যামেরা দেওয়া হয়েছে শুধু ultra তে ডুয়াল 12-মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। রয়েছে 11,200mAh ব্যাটারী এবং 45W ওয়্যার ফাস্ট চার্জিং এর সাপোর্ট।

প্রসেসিং এর জন্য রয়েছে MediaTek Dimensity 9300+ চিপসেট। IP68 এর রেটিং ডুয়াল স্পিকার। ট্যাবটিতে দুটি সিম সাপোর্ট করবে একটি physical SIM এবং অপরটি eSIM এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এর ফিচার।

আরো পড়ুন : Redmi K80: ফোনটি লঞ্চ করছে 6500mAh এর ব্যাটারী এবং টেলিফোটো ক্যামেরা লেন্স এর সঙ্গে ! জানুন বিস্তারিত

Samsung Galaxy Tab S10 Series

FeatureSamsung Galaxy Tab S10+Samsung Galaxy Tab S10 Ultra
Display12.4-inch Dynamic AMOLED 2X, 2800×1752, 120Hz14.6-inch Dynamic AMOLED 2X, 2960×1848, 120Hz
Rear Camera13MP Main + 8MP Ultra-wide13MP Main + 8MP Ultra-wide
Front Camera12MP Ultra-wideDual 12MP
Battery10,090mAh, 45W fast charging11,200mAh, 45W fast charging
ProcessorMediaTek Dimensity 9300+MediaTek Dimensity 9300+
SIM SupportPhysical SIM + eSIMPhysical SIM + eSIM
Other FeaturesIP68 rating, Dual speakers, In-display fingerprint scannerIP68 rating, Dual speakers, In-display fingerprint scanner

1 thought on “Samsung Galaxy Tab S10 Series: লঞ্চ হলো Dynamic AMOLED 2X ডিসপ্লের সঙ্গে থাকছে AI ফিচার। জানুন বিস্তারিত”

Comments are closed.