চলতি মাসেই লঞ্চ করলো Huawei Watch D2 স্মার্টওয়াচ এটি Huawei Watch D এর সাকসেসর হিসাবে লঞ্চ করা হয়েছে। স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৮২ ইঞ্চির এমোলেড ডিসপ্লে সঙ্গে ব্লুএটুথ কলিং এর ফিচার। রয়েছে ৮০ বেশির ওয়াচ ফেস। IP68 এর সাপোর্ট
আরো পড়ুন : Apple iPhone 12 Mini পাওয়া যাবে মাত্র ১৯,৯৯৯ টাকায়, জানুন বিস্তারিত
Huawei Watch D2 স্পেসিফিকেশন
Huawei Watch D2 তে রয়েছে ১.৮২ ইঞ্চির এমোলেড ডিসপ্লে ৪৮০ X ৪৮০ পিক্সেল এর রেজুলেশন এবং ১৫০০ নিটস এর পিক ব্রাইটনেস। রয়েছে Always-on Display (AOD) মোড। অ্যালুমিনিয়াম অলোয় এর ডিজাইন। এই স্মার্টওয়াচ টিতে ECG রিডিং এর মতো প্রিমিয়াম ফিচার ও রয়েছে। রয়েছে IP68 ওয়াটার রেসিস্টেন্স এর সাপোর্ট যেটি ঘাম থেকেও প্রটেক্ট করবে। Huawei Watch D2 স্মার্টওয়াচ IOS এবং এন্ড্রোইড দুটোতেই সাপোর্ট করবে এবং ব্লুএটুথ কলিং এর সাপোর্ট ও দেওয়া হয়েছে IOS এর জন্য।
এটিতে Ambulatory Blood Pressure Monitoring (ABPM) যেটি ২৪ ঘন্টা ব্লাড প্রেসারে মনিটরিং করতে সক্ষম। এবং দিন হোক বা রাত প্রতি মুহূর্তেই ব্লাডপ্রেসারে মনিটর করতে থাকবে কোম্পানির মতে hypertension এবং cardiovascular risk assessment মতো বোরো সরো ঝুঁকি থেকে আগেই সচেতন হতে পারবে এবং হঠাৎ হার্ট এট্যাক এর হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
কানেক্টিভিটির দিক থেকে huawei কোনো কমতি রাখেনি রয়েছে NFC এবং ব্লুএটুথ ৫.২ এর সাপোর্ট সাথে nine-axis IMU অনৱৰ্ড সেন্সর। এম্বিয়েন্ট লাইট সেন্সর, ECG সেন্সর, বারোমেট্রিক সেন্সর , হল সেন্সর ,প্রেসার সেন্সর ,অপটিক্যাল হার্ট রেট সেন্সর এবং টেম্পারেচার সেন্সর। এবং ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট ও দেওয়া হয়েছে। কোম্পানি ক্লেম করছে এটি ৬ দিন পর্যন্ত ব্যাটারী ব্যাকআপ পাওয়া যাবে। এবং Huawei Watch D2 কিনলে কাস্টোমাররা অতিরিক্ত ৩ মাস Huawei Health+ ফ্রি মেম্বারশিপ পেয়ে যাবে। ওয়াচটির ওজন মাত্র ৪০ গ্রাম।
Huawei Watch D2 দাম
Huawei Watch D2 দাম ৩৮,০০০ টাকার মতো। এখন প্রি অর্ডার শুরু হয়েছে এবং সেল শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে। দুটি কালারে পায় যাবে এই স্মার্টওয়াচটি ব্ল্যাক এবং গোল্ড কালারে।
2 thoughts on “Huawei Watch D2 লঞ্চ করলো ১.৮২ ইঞ্চির এমোলেড ডিসপ্লে স্মার্ট ওয়াচ জানুন বিস্তারিত”
Comments are closed.