আগামী কাল অর্থাৎ ২৭ মার্চ ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে Infinix Note 50x 5G কোম্পানির তরফ থেকে একটি মাইক্রো সাইট লঞ্চ করে বেশ কিছু তথ্য তুলে ধরেছে।বেশ কিছু নজরকাড়া ফিচার এবং ডিজাইন এর সাথে লঞ্চ করছে যেমন একদিকে প্রসেসিং এর জন্য থাকছে MediaTek Dimensity 7300 এর মতো পাওয়ারফুল চিপসেট ওপর দিকে ফোনটি সুরক্ষার জন্য থাকছে IP64 এর মতো রেটিং যা ধুলো এবং জলের ফোটা থেকে ফোনকে সুরক্ষা দেবে। ডিজাইন এবং ফিচার সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
আরো পড়ুন : Vivo T4 5G লঞ্চ হতে পারে এপ্রিল মাসেই। জানুন দাম এবং ফিচার সম্পর্কে
Infinix Note 50x 5G ডিজাইন
তিনটি কালার অপসন এর সাথে লঞ্চ হবে Enchanted Purple, Sea Breeze Green, এবং Titanium Grey মতো কালার। গ্রীন ভেরিনেট এ থাকবে ভেগান লেদার এর ডিজাইন এবং অন্য দুটি কালার হবে মেটালিক ফিনিশ এর। ফোনটিতে রয়েছে military-grade MIL-STD 810H এর সার্টিফিকেট। সাথে থাকছে IP64 এর মতো রেটিং যা ধুলো এবং জলের ফোটা থেকে ফোনকে সুরক্ষা দেবে।
Note 50x 5G তে সামনে রয়েছে পাঁচ হোল ক্যামেরা যুক্ত ডিসপ্লে। দেন দিকে থাকবে পাওয়ার এবং ভলিউম বাটন এবং বাম দিকে থাকবে সিম স্লট।
Infinix Note 50x 5G ফিচার
ডিসপ্লে : Infinix Note 50x 5G ফোনটিতে থাকছে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস ১২০ হার্জ ডিসপ্লে।
প্রসেসর : প্রসেসিং এর জন্য ফোনটিতে MediaTek Dimensity 7300 Ultimate চিপসেট ব্যবহার করা হয়েছে এটি বিশ্বের প্রথম ফোন জেটিতে এই প্রসেসর ব্যবহার করা হয়েছে। এবং কোম্পনির দাবি যে এই ফোনটি 90fps এর স্মুথ গেমিং করা যাবে।
স্টোরেজ এবং র্যাম্ : ব্র্যান্ড এর তরফ থেকে স্টোরেজ এবং র্যাম্ এর খবর এখনো প্রকাশ্যে আসেনি তবে আসা করা যাচ্ছে ফোনটিতে ৬ জিবির র্যাম্ এবং ২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
ক্যামেরা : বাজেট ফোন হয় সত্ত্বেও infinix তাদের এই ফোনটিতে বেশ নজর করা ক্যামেরা সেটআপ দিয়েছে। পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা সেটআপ এবং সামনে সেলফির জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল এর একটি সেন্সর।
সফটওয়্যার : অপারেটিং সিস্টেম এ থাকছে এন্ড্রোইড ১৫ যেটি ইনফিনিক্স এর নিজস্সো XOS ১৫ ওপর বেসড করে চলবে। এছাড়াও বেশ কিছু AI এর ফিচার দেওয়া হয়েছে যেমন (AI অবজেক্ট রিমুভ) যেটির সাহায্যে ফটো থেকে কোনো কিছু মুছতে সাহায্য করবে, AI নোট, AIGC প্রোট্রেট মোড এর মতো কিছু বিশেষ ফিচার। ফোনটিতে ২ বছরের অপারেটিং সিস্টেম এর আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ব্যাটারী এবং চার্জিং : ব্যাকআপ এর জন্য Infinix Note 50x 5G তে রয়েছে ৫,৫০০ এমএএইচ এর ব্যাটারী যেটি চার্জিং এর জন্য ৪৫ ওয়াট এর চাজিং এর সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও ১০ ওয়াট এর রিভার্স চার্জিং এর সুবিধা থাকছে।
Infinix Note 50x 5G দাম এবং কোথায় পাওয়া যাবে ?
Note 50x 5G দাম শুরু হবে ১২,০০০ টাকা থেকে যেটি একটি বাজেট গেমিং ফোন হতে চলেছে। ২৭ মার্চ ১২ PM থেকে সেল শুরু হবে পায় যাবে ফ্লিপকার্ট এর অফিসিয়াল ওয়েবসাইট এবং এপ্লিকেশন এ।
1 thought on “Infinix Note 50x 5G লঞ্চ করছে। কত দাম ,ফিচার জানুন বিস্তারিত”
Comments are closed.