iPhone SE 4: 2025 সালেই লঞ্চ করতে পারে এই ফোনটি

আপেল তাদের প্রথম জেনারেশন SE ফোন লঞ্চ করেছিল 2016 সালে এবং দৃতীয় জেনারেশন এর SE 2020 সালে এবং তৃতীয় জেনারেশন এর ফোন 2022 সালে লঞ্চ করেছিল এবং প্রায় তিন বছর পর আবার তাদের নতুন জেনারেশন এর iPhone SE 4 লঞ্চ করতে চলেছে। মনে করা হচ্ছে 2025 সালের প্রথম দিকেই লঞ্চ করবে আপেল তাদের এই ফোনটি।

আরও পড়ুন : Motorola ThinkPhone 25: ব্যবসায়িক কাজের জন্য নতুন ফোন লঞ্চ করছে মটোরোলা জানুন বিস্তারিত

apple সম্প্রতি তাদের নতুন iPhones 16 লঞ্চ করেছে এবং বেশ কিছু নতুন আকর্ষণীয় ফিচার দিয়েছে। এবং আসা করা যাচ্ছে যে নতুন জেনারেশন এর iPhone SE 4 তে বেশ কিছু আকর্ষণীয় ফিচার দেওয়া হবে।

আরো পড়ুন : Lenovo Legion Y700 (2024) গেমিং ট্যাবলেট রয়েছে 165Hz ডিসপ্লে,Snapdragon 8 Gen 3

iPhone SE 4

iPhone SE 4 কবে লঞ্চ হতে পারে

bloomberg যেটি apple এর খুঁটিনাটি খবর দিয়ে থাকে এবং এই bloomberg একটি আর্টিকেল থেকে জানা যাচ্ছে iPhone SE 4 ফোনটি 2025 সালের প্রথম দিকেই লঞ্চ করবে। থাকতে পারে  A18 processor এবং 8GB পর্যন্ত RAM এছাড়াও Apple Intelligence এর সাপোর্ট থাকবে আসন্ন এই ফোনটিতে।

আরো পড়ুন : Samsung Galaxy S24 FE: ভারতে লঞ্চ করলো জানুন দাম এবং ফিচার