চিনা ব্র্যান্ড গুলো প্রতি নিয়ত তাদের নতুন নতুন ফ্ল্যাগশিপ লেভেল এর স্মার্ট ফোন লঞ্চ করে চলেছে। সম্প্রতি weibo ডিজিটাল চ্যাট স্টেশন এর মাধ্যমে প্রকাশিত একটি পোস্ট এর মাধ্যমে জানা যাচ্ছে iQOO 13 থাকবে 6,100mAh এর ব্যাটারী সঙ্গে 120W রেপিড চার্জিং এর সাপোর্ট। একটি নতুন ট্রেন্ড মোবাইল এর জগতে আস্তে চলেছে বিগার ব্যাটারী। সম্প্রতি বিভোর তরফ থেকে প্রকাশিত Vivo Y300 Pro তে 6,500mA এর ব্যাটারী দিয়েছে। এবং চলতি সপ্তাহে প্রকাশিত iQOO Z9 Turbo+ তে দেওয়া হয়েছে 6,400mAh এর ব্যাটারী। এবং লিক থেকে জানা যাচ্ছে আগত সমস্ত ফ্ল্যাগশিপ লেভেল এর স্মার্ট ফোনে থাকবে বড়ো ব্যাটারী।
আরো পড়ুন : Redmi Note 14 Pro series: ৭ টি নতুন কালার এর সাথে লঞ্চ করছে রেডমি এর নতুন ফোন
iQOO 13 স্পেসিফিকেশন
iQOO 13 তে ৬.৭৮ ইঞ্চির ২K ওলেড ডিসপ্লে সঙ্গে ১৪৪ হার্জ এর রিফ্রেশ রেট। ফোনটি আসতে পারে Qualcomm’s Snapdragon 8 Gen 4 এর চিপসেট এবং এটি IP68 ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্স এর সঙ্গেও লঞ্চ করতে পারে।
iQOO 13 পেছনে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ ৫০ মেগাপিক্সেল এর মেন্ সেন্সর OIS সাপোর্ট এর সঙ্গে , ৫০ মেগাপিক্সেল এর পেরিস্কোপে টেলিফোটো লেন্স যেটিতে থাকবে ৩X অপটিক্যাল জুম্ এর ফিচার , এবং ৫০ মেগাপিক্সেল এর একটি আলট্রা ওয়াইড সেন্সর। এবং ১৬ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা সেলফি এবং ভিডিও কল এর জন্য।
স্টোরেজ হিসাবে ফোনটিতে ১৬ জিবির LPDDR5x র্যাম এবং UFS 4.0 স্টোরেজ টাইপ এর সাপোর্ট থাকবে।
আরো পড়ুন : Redmi Note 14 series: পাওয়া যাবে ৫ বছর পর্যন্ত ওয়ারেন্টি
ফোনটি ডিসেম্বর এর শুরুর দিকে লঞ্চ করতে পারে। আসা করা যাচ্ছে ফোনটির দাম ৫৫,০০০ হাজার টাকা হতে পারে।
1 thought on “iQOO 13: থাকবে 6,100mAh এর ব্যাটারী সঙ্গে 120W রেপিড চার্জিং এর সাপোর্ট”
Comments are closed.