২৪ সেপ্টেম্বর iQOO Z9 Turbo+ ফোনটি চিনে লঞ্চ করতে চলেছে। কোম্পানির তরফ থেকে প্রতিনিয়ত ফিচার সম্পর্কে আপডেট দেওয়া হচ্ছে। আজকে কোম্পনির তরফ থেকে বেশ কিছু ফটো শেয়ার করা হয়েছে।
iQOO Z9 Turbo+ তিনটি কালারে আসছে Night Black, Starlight White এবং Moon Shadow Titanium
আরো পড়ুন :Redmi Watch 5 Lite: বিল্ড ইন GPS এর সাথে 50 meter পর্যন্ত জলের নিচে চলবে এই ঘড়িটি
iQOO Z9 Turbo+ ফিচার
ফোনটিতে ৬.৭৮ ইঞ্চির 1.5K রেজুলেশন এর TCL C8 OLED প্যানেল থাকবে। ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ৩৮৪০ হার্জ PWM ডিমিং এবং রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।
iQOO Z9 Turbo+ তে প্রসেসিং এর জন্য দেয়া হয়েছে Dimensity 9300 Plus এর চিপসেট ৬৪০০ এমএএইচ এর ব্যাটারী এবং ৮০ ওয়াট এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এবং ফোনটির ওজন ১৯৬ গ্রাম।
আরো পড়ুন : Samsung Galaxy S24 FE Price: লঞ্চ করছে দাম বাড়তে পারে Galaxy S23 FE থেকেও বেশি
Z9 Turbo+ ফটোগ্রাফির জন্য ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ব্যাক সাইড এ ৫০ মেগাপিক্সেল OIS মেন্ সেন্সর ৮ মেগাপিক্সেল এর আলট্রা ওয়াইড ক্যামেরা। 12 GB এবং 16 GB পর্যন্ত LPDDR5x RAM এবং স্টোরেজ 256 GB / 512 GB / 1 TB UFS 4.0 স্টোরেজ রয়েছে। দাম রাখা হয়েছে 2,299 Yuan চিনার মুদ্রায় এবং যার ভারতীয় মূল্য দাঁড়ায় 27,155 টাকা।
1 thought on “iQOO Z9 Turbo+ : আসছে তিনটি কালারে জানা গেল অফিসিয়ালি”
Comments are closed.