Lenovo Legion Y700 (2024) গেমিং ট্যাবলেট রয়েছে 165Hz ডিসপ্লে,Snapdragon 8 Gen 3

গেমিং এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে ৮ থেকে ৮০ সবারই গেমের প্রতি রয়েছে প্রেম। তাই সেই কোথা মাথায় রেখে লেনোভো নতুন জেনেরেশণ এর Lenovo Legion Y700 ট্যাবলেট লঞ্চ করেছে। জানুন কি কি ফিচার রয়েছে এই নতুন ট্যাবলেটটিতে।

আরো পড়ুন : Samsung Galaxy S24 FE: ভারতে লঞ্চ করলো জানুন দাম এবং ফিচার

Lenovo Legion Y700 ফিচার

ডিসপ্লে : 8.8- ইঞ্চির 2.5K LCD ডিসপ্লে যার রেজুলেশন 2560×1600 পিক্সেল এর 165Hz এর রিফ্রেশ রেট। যেটি স্মুথ গেমপ্লে প্রদান করতে ইউসার দের। যেটি  500 নিটস পর্যন্ত পিক ব্রিগটনেস প্রদান করতে সক্ষম। low blue light এবং  flicker-free ফ্রি পারফরমেন্স এর জন্য রয়েছে TÜV Rheinland সার্টিফিকেট যেটি বেশিক্ষন গেমিং এর পরেও চোখের কোনো ক্ষতি হবে না।

প্রসেসর : Lenovo Legion Y700 প্রসেসিং এর জন্য Qualcomm Snapdragon 8 Gen 3 পাওয়ারফুল প্রসেসর রয়েছে।

র‍্যাম এবং স্টোরেজ : 12GB এবং 16GB LPDDR5 RAM আর  256GB এবং 512GB UFS 3.1 এর স্টোরেজ। এছাড়াও মাইক্রো এসডি কার্ড এর সাপোর্ট রয়েছে।

ক্যামেরা : Lenovo Legion Y700 2024 ট্যাবটিতে রয়েছে দুটি ক্যামেরা সেটআপ 13-মেগাপিক্সেল এর পেছনের ক্যামেরা এবং 8-মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা। যেটি ফেস আনলক সাপোর্ট করে।

ব্যাটারী : ট্যাবটির পাওয়ার ব্যাকআপ এর জন্য রয়েছে  6550mAh এর ব্যাটারী এবং 45W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট। ট্যাবটি 14.6 ঘন্টা ভিডিও দেখা যাবে এবং গেম খেললে 8.9 ঘন্টার ব্যাকআপ পাওয়া যাবে।

Lenovo Legion Y700

পাঠক দের সুবিধার জন্য নিচে সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে একটি টেবিল আকারে দেওয়া হলো

FeatureDetails
Operating SystemZUI 15 based on Android 14
LanguagesMulti-language support (e.g., English, Chinese)
Display8.8-inch 2.5K IPS LCD, 2560×1600 resolution, 165Hz refresh rate, 500nit brightness, DC dimming, 100% DCI-P3 color gamut, Dolby Vision
ProcessorSnapdragon 8 Gen 3 octa-core processor
RAM12GB / 16GB LPDDR5
Storage256GB / 512GB UFS 4.0, expandable via MicroSD
Rear Camera13MP
Front Camera8MP (supports face unlock)
Battery6550mAh with 45W fast charging, Ultra Power Saving mode
BluetoothBluetooth 5.1
Wi-Fi802.11a/b/g/n/ac (dual-band Wi-Fi)
SpeakersDual JBL speakers, Dolby Atmos
Ports2x USB Type-C 3.1 Gen 2
In the BoxTablet, Charger, USB cable, Manual

Lenovo Legion Y700 দাম

ট্যাবটি অগ্রিম বুকিং এর জন্য উপলব্ধ হয়েছে যার 12GB + 256GB স্টোরেজ এর চায়নার দাম 2,899 yuan যেটির ভারতীয় মূল্য 34,575 টাকা। এবং 16GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম 3,299 yuan যেটির ভারতীয় মূল্য 39347 টাকা। দুটি কালের পাওয়া যাবে Carbon Black এবং Ice White

1 thought on “Lenovo Legion Y700 (2024) গেমিং ট্যাবলেট রয়েছে 165Hz ডিসপ্লে,Snapdragon 8 Gen 3”

Comments are closed.