Lenovo Tab K11: Enhanced Edition লঞ্চ হলো 11-Inch Display, MediaTek Helio G88  চিপসেট এর সঙ্গে জানুন দাম

Lenovo Tab K11 Enhanced Edition গত ২৪ সেপ্টেম্বর লঞ্চ করলো। এই নতুন ভার্সন টা আগের Tab K11 এর আপগ্রেড ভার্সন এই নতুন মডেল টিতে রয়েছে MediaTek Helio G88 চিপসেট 8GB LPDDR4X RAM এবং 7,040mAh আর 11-inch WUXGA IPS display

আরো পড়ুন : Redmi K80: ফোনটি লঞ্চ করছে 6500mAh এর ব্যাটারী এবং টেলিফোটো ক্যামেরা লেন্স এর সঙ্গে ! জানুন বিস্তারিত

Lenovo Tab K11 Enhanced Edition দাম

 Lenovo Tab K11Enhanced Edition এর 8GB এবং 128GB দাম  22,999 টাকা এই নতুন ভেরিয়েন্টটি lenovo অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। ট্যাবলেট টির সাথে Tab Pen ও দেওয়া হবে। ট্যাবলেট টি শুধু Luna Grey কালারে পাওয়া যাবে।

আরো পড়ুন : Tecno Pop 9 5G: IP54 রেটিং,48-মেগাপিক্সেল ক্যামেরা সাথে লাঞ্চ হলো ! জানুন দাম এবং ফিচার

Lenovo Tab K11 Enhanced Edition ফিচার

ডিসপ্লে : Lenovo Tab K11 Enhanced Edition তে রয়েছে 11-inch WUXGA  ডিসপ্লে যার রেজুলেশন (1,920 x 1,200 pixels) একটি  IPS প্যানেল। ডিসপ্লে টিতে  90Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং  400 নিটস এর পিক ব্রিগটনেস দেওয়া হয়েছে। চোখ কে সুরক্ষিত রাখার জন্য TÜV eye care certification এবং আলাদা করে Reading Mode মোড যোগ করা হয়েছে।

প্রসেসর : প্রসেসিং এর জন্য ট্যাবলেট টিতে রয়েছে  MediaTek Helio G88 চিপসেট।

স্টোরেজ : 128GB of eMMC 5.1 স্টোরেজ এবং 8GB LPDDR4X এর RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে এক্সট্রানাল microSD card দ্বারা।

ক্যামেরা : ট্যাবলেট টিতে 13-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং  8- মেগাপিক্সেল এর সামনের ক্যামেরা সেন্সর রয়েছে।

ব্যাটারী এবং অন্যান্য ফিচার : পাওয়ার ব্যাকআপ এর জন্য 7,040mAh ব্যাটারী রয়েছে যেটি চার্জিং এর জন্য দেওয়া হয়েছে 10W এর চার্জিং এর সাপোর্ট। এছাড়াও রয়েছে USB Type-C এর পোর্ট  4G LTE এবং Wi-Fi 5 সাপোর্ট। ট্যাবটি  7.15mm এর থিকনেস এবং  496g এর ওজন রয়েছে।

2 thoughts on “Lenovo Tab K11: Enhanced Edition লঞ্চ হলো 11-Inch Display, MediaTek Helio G88  চিপসেট এর সঙ্গে জানুন দাম”

Comments are closed.