ফুটপাত এর দোকান হোক বা কোনো বড়ো শপিং মল, রাস্তার ধারের ছোট খাবারের দোকান কিংবা ৫ ষ্টার হোটেল সব জায়গাতেই UPI (Unified Payments Interface) ছাড়া মানুষ এখন অন্ধ। চলতি বছরের এপ্রিল মাস থেকে বন্ধ হয়ে যাবে অনেকের upi id এমনটাই ঘোষণা করলো NPCI (National Payments Corporation of India) কোনো হবে চলুন জেনে নেওয়া যাক।
কেন বন্ধ হতে পারে UPI
বেশ কয়েকমাস upi fraud এর খবর বেড়েই চলেছে এবং এই সকল স্ক্যাম এবং জালিয়াতি থেকে বাঁচার জন্য National Payments Corporation of India থেকে জানানো হয়েছে যেই সকল মোবাইল নম্বর থেকে UPI id খোলা হয়েছে এবং দীর্ঘদিন বন্ধ রয়েছে ব্যাঙ্ক থেকে সেই সকল মোবাইল নম্বর ডিএক্টিভ করে দেওয়া হবে।
যদি কোনো নম্বর দীর্ঘদিন বন্ধ থাকে এবং সেই নম্বর এ UPI id লিস্ট থাকে আগের মতো আর টাকা রিসিভ করা যাবে না যদি এমন কোনো নম্বর থেকে থাকে তাহলে এখুনি সেটাকে একটিভ করে নিন নাহলে সেটা বন্ধ হয়ে যাবে।
জালিয়াতি আটকানোর জন্য এখন পেমেন্ট ২০০০ টাকার বেশি গ্রহণ করা যাবে না।
আরো পড়ুন : Apple iphone 17 pro Max দাম কত হবে? জানুন ক্যামেরা, ডিজাইন এবং অন্যান্য লিকস
1 thought on “UPI নিয়ে বড়ো ঘোষণা ভারত সরকারের। বন্ধ হতে পারে আপনার UPI ID এপ্রিল মাস থেকেই লাঘু হচ্ছে। জানুন বিস্তারিত”
Comments are closed.