Realme Buds Air 7 52dB noise cancellation এবং IP55 & 52h playback এর সঙ্গে লঞ্চ করলো। জানুন বিস্তারিত

Realme তাদের নতুন প্রজন্মের airbuds Realme Buds Air 7 লঞ্চ করেছে। আসুন জেনে নেওয়া যাক ফিচার সম্পর্কে।

Realme Buds Air 7 Specifications

Buds Air 7 টা রয়েছে 12.4mm titanium-plated এর ড্রাইভার যেটি neodymium N52 magnet এবং copper SHTW voice coil দ্রারা আরো উন্নত করা হয়েছে যার দ্বারা Buds টি থেকে ডিপ বেস গ্রাহকরা অনুভব করেত পারবে।

আরো পড়ুন : Realme GT 7 Pro:  Snapdragon 8 Elite প্রসেসর এর সঙ্গে লাঞ্চ হচ্ছে নভেম্বর মাসেই

 Buds Air 7 তে দেওয়া হয়েছে LHDC 5.0 transmission যেটি Buds টিতে 96kHz sampling rate এবং 1000kbps transmission high-resolution এর অডিও স্ট্রিমিং করতে সাহায্য করবে। এর মাধ্যমে Buds টিতে ক্রিস্প ডিটেলস এবং রিচ টেক্সচার অডিও প্রদান করবে যেটি ইউসার এক্সপেরিয়েন্স আরো উন্নত করবে বলে আসা করা যাছে।

earbuds টিতে রয়েছে  52dB ইন্টেলিজেন্স ডিপ সি Noise Reduction 3.0 সাপোর্ট এছাড়াও রয়েছে AI-powered call noise reduction এর সুবিধা।

Buds Air 7 last টিতে ব্যাটারী লাইফ রয়েছে 13 ঘণ্টা পর্যন্ত ব্যাটারী ব্যাকআপ যেটি একবার চার্জ এই চলবে একটানা 52 ঘন্টা পর্যন্ত কেস এর সঙ্গে ব্যাটারী ব্যাকআপ পাওয়া যাবে। এবং এই কুইক চার্জ সাপোর্ট এর সুবিধা রয়েছে যেটি 10 মিনিট চার্জে চলবে 10 ঘন্টা পর্যন্ত।

 Buds Air7 এ রয়েছে  IP55 এর rating যা buds টিকে ধুলো , ঘাম , এবং হালকা জলের ছিটে থেকে রক্ষা করবে। এছাড়াও রয়েছে  Bluetooth 5.4  এর সাপোর্ট  এবং 45ms low latency mode যেটি গেমিং এক্সপেরিয়েন্স আরো উন্নত করবে।

আরো পড়ুন : Honor X7c: লঞ্চ হয়েছে Snapdragon 4 Gen 2 প্রসেসর এর সঙ্গে। জানুন দাম এবং ফিচার  

Realme Buds Air 7 দাম

Realme Buds Air 7 এর দাম 299 yuan যেটির ভারতীয় মূল্য 3,574 তিনটি কালার অপসন এ লঞ্চ হয়েছে Gold, Green, এবং Purple.

1 thought on “Realme Buds Air 7 52dB noise cancellation এবং IP55 & 52h playback এর সঙ্গে লঞ্চ করলো। জানুন বিস্তারিত”

Comments are closed.