চলতি বছরেই লঞ্চ হতে চলেছে Realme GT 7 Pro স্মার্টফোনটি। এই ফোনটি লঞ্চ হবে নভেম্বর এর মাঝামাঝি সময় করে। Snapdragon 8 Elite প্রসেসর এর সঙ্গে লঞ্চ হতে পারে বলে এমন টাই জানা যাচ্ছে। এবং এই প্রসেসর টির AnTuTu score MediaTek’s Dimensity 9400 এবং Apple’s A18 Pro প্রসেসর এর থেকেও বেশি হবে বলে জানা যাচ্ছে।
আরো পড়ুন : Honor X7c: লঞ্চ হয়েছে Snapdragon 4 Gen 2 প্রসেসর এর সঙ্গে। জানুন দাম এবং ফিচার
Realme GT 7 Pro লঞ্চ
Realme GT 7 Pro November 4 তারিখে চাইনা তে লঞ্চ করবে। এবং কোম্পনির তরফ থেকে ভারতে লঞ্চ এর কথা ঘোষণা করা হয়েছে তবে এখনো কোনো তারিখ জানানো হয়নি। তবে জানা যাচ্ছে ফোনটি 55,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে লঞ্চ হবে।
আরো পড়ুন : Tecno Spark 30C 5G : কম দামে iPhone 16 মতো ডিজাইন এর সাথে লঞ্চ করেছে।
Realme GT 7 Pro ফিচার
এখনো বিশেষ করে করে কিছু ফিচার জানা যায়নি তবে weibo পোস্ট এর মাধ্যমে জানা যাচ্ছে ফোনটিতে 6,500mAh এর ব্যাটারী থাকবে এছাড়াও 120W এর চার্জিং এর সাপোর্ট থাকবে এবং IP69 এর রেটিং