Redmi Note 14 Pro: 1.5K OLED ডিসপ্লে,Snapdragon 7s Gen 3 ফিচার এর সাথে লঞ্চ হতে চলেছে

চলতি মাসের ২৬ তারিখে redmi তাদের নতুন স্মার্টফোন Redmi Note 14 সিরিজ লঞ্চ করতে চলেছে চিনে। এই লাইন আপে মোট তিনটি ফোন লঞ্চ করবে রেডমি মডেল গুলি হলো  Redmi Note 14, Redmi Note 14 Pro, এবং Note 14 Pro+ সম্প্রতি একটি weibo পোস্ট এর মাধ্যমে কিছু ফিচার জানা গিয়েছে। যদিও এই কোনো ফাইনাল স্পেসিফিকেশন নয়। অরিজিনাল ফিচার লঞ্চ এর সময় বিস্তারিত জানা যাবে।

আরো পড়ুন : Samsung লঞ্চ করতে চলেছে Chromebook Plus পরের সপ্তাহে হতে পারে লঞ্চ

Redmi Note 14 Pro স্পেসিফিকেশন

Redmi Note 14 Pro তে দেখতে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চির এমোলেড ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট 1.5K রেজুলেশন এবং ২৫০০ নিটস এর পিক ব্রিগটনেস। ডিসপ্লের সুরক্ষা হিসাবে ফোনটিতে থাকবে Gorilla Glass Victus 2 এর প্রটেকশন এবং IP68 ওয়াটার রেসিস্টেন্স রেটিং।

Note 14 Pro পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ ৫০ মেগাপিক্সেল মেন্ সেন্সর OIS এর সঙ্গে ,১২ মেগাপিক্সেল এর আলট্রা ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল এর মাইক্রো সেন্সর। 4K 30fps রেজুলেশন এ ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট রয়েছে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য সামনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের সেন্সর যেটি ফুল এইচডি 1080p  60fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে।

প্রসেসর হিসাবে থাকবে snapdragon 7s gen 3 চিপসেট। ফোনটি আসবে  LPDDR5 RAM এবং UFS 3.1স্টোরেজ এর সাথে থাকবে 8 GB, 12 GB, এবং 16 GB RAM আর 128GB, 256GB, আর 512GB ইন্টারনাল স্টোরেজ। স্মার্টফোনে টিতে থাকবে ৫৫০০ এমএএইচ এর ব্যাটারী এবং ৬৭ ওয়াট এর চার্জিং সাপোর্ট। জানা যাচ্ছে যে Note 14 Pro+ এ থাকবে ৯০ ওয়াট এর ওয়্যার চার্জিং এর সাপোর্ট। সফটওয়্যার HyperOS-বেসড Android 14 তে চলবে ফোনটি।

যদিও ফোনটির দাম জানা যায়নি এবং এটি লঞ্চ হওয়ার পরেই বিস্তারিত জানা যাবে। Note 14 Pro তে থাকছে ৪ টি কালার ১) Twilight Purple, ২) Phantom Blue, ৩) Mirror Porcelain White, ৪) Midnight Black

আরো পড়ুন : iQOO 13: থাকবে 6,100mAh এর ব্যাটারী সঙ্গে 120W রেপিড চার্জিং এর সাপোর্ট