গত সপ্তাহে রেডমি তাদের নতুন স্মার্টওয়াচ Redmi Watch 5 Lite লঞ্চ এর কথা ঘোষণা করেছিল। কোম্পানির তরফ থেকে জানা যাচ্ছে যে তাদের এই ওয়াচটি সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে লঞ্চ করবে।
আরো পড়ুন : Samsung Galaxy S24 FE Price: লঞ্চ করছে দাম বাড়তে পারে Galaxy S23 FE থেকেও বেশি
রেডিমির একটি মাইক্রো সাইট থেকে বেশ কিছু ফিচার সম্পর্কে জানা গিয়েছে ইতিমধ্যে। ওয়াচ টিতে থাকবে ইনবিল্ড Amazon’s Alexa এর সাপোর্ট।
আরো পড়ুন : Redmi Note 14 Pro: 1.5K OLED ডিসপ্লে,Snapdragon 7s Gen 3 ফিচার এর সাথে লঞ্চ হতে চলেছে
Redmi Watch 5 Lite চলবে HyperOS সফটওয়্যার এ এবং ইউসার রা খুব সহজে ক্যালেন্ডার কে যুক্ত করা থেকে শুরু করে প্রতি নিয়ত আপডেট পাওয়া এবং সমস্ত টাস্ক সরাসরি ওয়াচটির মাধ্যমে করা যাবে।
Watch 5 Lite এ রয়েছে ১.৯৬ ইঞ্চির একটি এমোলেড ডিসপ্লে এবং বিল্ড ইন জিপিএস। ব্লুএটুথ কলিং এর ফিচার। এবং ১৮ দিন পর্যন্ত নন স্টপ ব্যাটারী ব্যাকআপ রয়েছে।
1 thought on “Redmi Watch 5 Lite: বিল্ড ইন GPS এর সাথে 50 meter পর্যন্ত জলের নিচে চলবে এই ঘড়িটি”
Comments are closed.