বিগত চার বছর samsung তাদের প্রিমিয়াম chromebook লঞ্চ করেনি তাদের শেষ Chromebook ডিভাইস টি লঞ্চ হয়েছিল ২০২১ সালে।
গত বছর নতুন প্লাস ব্র্যান্ড এর ঘোষণা করেছিল গুগল ক্রোমবুক এর জন্য। এই প্লাস এর মানে হলো যেই ক্রোমবুক ডিভাইস প্লাস ব্র্যান্ড এর সাথে আসবে তাতে থাকবে উচ্ছ মানের প্রসেসর, হাই রেজুলেশন এর ওয়েব ক্যামেরা এবং মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট।
আরো পড়ুন : iQOO 13: থাকবে 6,100mAh এর ব্যাটারী সঙ্গে 120W রেপিড চার্জিং এর সাপোর্ট
গত কয়েক বছরে বিভিন্ন কোম্পানি যেমন ASUS, Acer, Lenovo, এবং আরো অনেক কোম্পানি তাদের প্লাস মডেল এর ক্রোমবুক লঞ্চ করেছে মার্কেটে। এবং স্যামসুং ও তাদের নতুন Chromebook Plus লঞ্চ করতে চলেছে।
একটি সূত্র থেকে জানা যাচ্ছে যে স্যামসুং ইতিমধ্যে প্রুস্তুত তাদের নতুন Samsung Galaxy Chromebook Plus লঞ্চ করার জন্য। গুগল New York City তে একটি নির্দিষ্ট ইভেন্ট করতে চলেছে Chromebook এর জন্য আগামী ২৪ তারিখে। এবং আমরা Samsung Chromebook Plus এর লঞ্চ সম্ভবত শেখাতে দেখতে পাবো।
আরো পড়ুন : Redmi Note 14 Pro series: ৭ টি নতুন কালার এর সাথে লঞ্চ করছে রেডমি এর নতুন ফোন
২০২৪ এর Chromebook এ আলাদা করে assistant key দেখতে পাবো যেটি সম্ভবত Gemini হতে পারে। যদিও e Galaxy Chromebook Plus এর ফিচার এবং ডিজাইন এখনো অজানা। এবং যদি এটি গত সপ্তাহে লঞ্চ করে তাহলে আমাদের বেশি অপেক্ষা করতে হবে না এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে।
2 thoughts on “Samsung লঞ্চ করতে চলেছে Chromebook Plus পরের সপ্তাহে হতে পারে লঞ্চ”
Comments are closed.