Samsung Galaxy F05 লাঞ্চ করলো ভারতের বাজারে। একটি বাজেট ফোন হওয়ার সত্ত্বেও অনেক কিছু ভালো ফিচার দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে। ফোনটিতে আছে octa-core MediaTek Helio G85 চিপসেট। রয়েছে ৫০০০ এমএইচ এর ব্যাটারী। ৬. ৭ ইঞ্চির এইচডি ডিসপ্লে। পেছনে রয়েছে লেদার এর ব্যাক প্যানেল যা ফোনেটিকে আরো প্রিমিয়াম লুক দেয়।
Samsung Galaxy F05 দাম এবং কোথায় পাওয়া যাবে
Samsung Galaxy F05 দাম 4GB + 64GB ভেরিয়েন্টের ৭৯৯৯ টাকা রাখা হয়েছে। ফোনটি সেপ্টেম্বর মাসের ২০ তারিখ থেকে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এছাড়াও স্যামসুং এর অফিসিয়াল ওয়েবসাইট আর অফলাইন রিটেল স্টোর থেকেও পাওয়া যাবে। ফোনটি একটাই কালার এর সাথে লঞ্চ করা হয়েছে “Twilight Blue”
Samsung Galaxy F05 ফিচার
ডিসপ্লে – ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির HD+ ডিসপ্লে। ডিসপ্লে টি ওয়াটার ড্রপ ডিজাইন দেওয়া হয়েছে।
স্টোরেজ – ফোনেটিকে রয়েছে ৪ জিবির র্যাম্ এবং ৬৪ জিবির ইন্টারনাল স্টোরেজ এবং এক্সটার্নাল ১ টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো সুবিধাও দেওয়া হয়েছে।
ক্যামেরা – ফটোগ্রাফির জন্য পেছনে রয়েছে দুটি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এর মেন্ সেন্সর এবং ২ মেগাপিক্সেল এর ডেপ্থ সেন্সর সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল এর সেন্সর।
প্রসেসর – Galaxy F05 এ রয়েছে এন্ট্রি লেভেল পাওয়ারফুল প্রসেসর MediaTek Helio G85
ব্যাটারী – পাওয়ার ব্যাকআপ এর জন্য রয়েছে ৫০০০ এমএইচ এর ব্যাটারী। এবং সাথে ২৫ ওয়াট এর ওয়্যার যুক্ত ফাস্ট চার্জিং এর সুবিধা। রয়েছে USB Type C চার্জিং পোর্ট।
অনন্য ফিচার – F05 চলবে এন্ড্রোইড ১৪ অপারেটিং সিস্টেম এ যেটি One UI 5 বেসড। কোম্পানির তরফ থেকে জানানো হচ্ছে যে ফোনটিতে ২ বছর OS সাপোর্ট এবং ৪ বছর এর সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়া হবে।
2 thoughts on “Samsung Galaxy F05: ৫০০০ এমএইচ ব্যাটারী এবং বোরো ডিসপ্লে সাথে লঞ্চ হলো, জানুন বিস্তারিত”
Comments are closed.