Samsung Galaxy M15 5G Prime Edition গত বুধবার ভারতের বাজারে লাঞ্চ করেছে। সদ্য আসা এই ফোনটিতে আছে MediaTek Dimensity 6100+ প্রসেসর 8GB পর্যন্ত RAM এবং 6,000mAh এর ব্যাটারী সহ 50 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা সেন্সর।
Samsung Galaxy M15 5G Prime Edition price in India ( দাম )
Samsung Galaxy M15 5G Prime Edition এর দাম 4GB + 128GB হলো 10,999 টাকা এবং 6GB + 128GB স্টোরেজ এর দাম 11,999 টাকা আর 8GB + 128GB দাম 13,499 টাকা। ফোনটি স্যামসুং এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং আমাজন এর ওয়েবসাইট থেকে কেনা যাবে। এছাড়াও অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে এই ফোনটি।
Samsung Galaxy M15 5G Prime Edition ফিচার
ডিসপ্লে : 6.5 ইঞ্চির সুপার এমোলেড (1,080 x 2,340 pixels) যুক্ত ফুল এইচডির ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট 90Hz দেওয়া হয়েছে।
প্রসেসর : ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 6100+ 5G চিপসেট।
স্টোরেজ : ফোনটিতে 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন।
ক্যামেরা : ক্যামেরা ডিপার্টমেন্ট এ রয়েছে 50 মেগাপিক্সেল এর মেন্ সেন্সর এছাড়াও 5-মেগাপিক্সেল এবং 2-মেগাপিক্সেল এর সেন্সর সামনে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য রয়েছে 13-মেগাপিক্সেল এর সেন্সর।
ব্যাটারী : পাওয়ার ব্যাকআপ এর জন্য ফোনটিতে রয়েছে 6,000mAh এর একটি বড়ো মাপের ব্যাটারী।
অন্যান্য ফিচার : ফোনটিতে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর। এবং রয়েছে স্যামসুং এর Knox সিকিউরিটি ব্লুএটুথ 5.3 এর সাপোর্ট এবং dual 5G
1 thought on “Samsung Galaxy M15 5G Prime Edition: লঞ্চ করলো জানুন কত দাম”
Comments are closed.