Samsung Galaxy S24 FE খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে তাদের Galaxy S23 FE বেশ জনপ্রিয়তা পেয়েছিলো স্যামসুং ফ্যানদের কাছে। ইন্টারনেট এ বেশ কিছু কি ফিচার লিক করেছে। এবং জানা যাচ্ছে যে Samsung Galaxy S24 FE বেশি দামে লঞ্চ হতে পারে Galaxy S23 FE থেকে।
আরো পড়ুন : Samsung লঞ্চ করতে চলেছে Chromebook Plus পরের সপ্তাহে হতে পারে লঞ্চ
Samsung Galaxy S24 FE ফিচার
Galaxy S24 FE তে থাকতে পারে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি সুপার এমোলেড ডায়নামিক ডিসপ্লে ১২০ হার্জ এর রিফ্রেশ রেট ১৯০০ নিটস এর পিক ব্রাইটনেস, কর্নিং গরিলা গ্লাস ভিক্টস প্লাস এর প্রটেকশন। প্রসেসর হিসাবে Exynos 2400e প্রসেসর থাকতে পারে। ৪,৫৬৫ এমএএইচ ব্যাটারী এবং ২৫ ওয়াট এর ওয়্যার চার্জিং এবং ১৫ ওয়াট এর ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট।
থাকতে পারে ৫০ মেগাপিক্সেল এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১০ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা সেন্সর। ফোনটিতে এলুমিনিয়ম এরফ্রেম এবং পেছনে গ্লাস ব্যাক থাকবে। ফোনটি ৫ টি কালার এ আসবে Blue, Green, Graphite, Silver/White, এবং Yellow
আরো পড়ুন : Redmi Note 14 Pro: 1.5K OLED ডিসপ্লে,Snapdragon 7s Gen 3 ফিচার এর সাথে লঞ্চ হতে চলেছে
Samsung Galaxy S24 FE দাম
Samsung Galaxy S24 FE আমেরিকাতে বেশি দামে লঞ্চ করতে পারে আগের S23 FE মডেল এর থেকে একটি রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। আমেরিকাতে দাম হতে পারে 128GB ভেরিয়েন্ট এর দাম $649 ডলার যার ভারতীয় মূল্য (৫৪,২০০ টাকা) , 256GB মডেল টির দাম $709 ডলার (৫৯,২০০ টাকা)
2 thoughts on “Samsung Galaxy S24 FE Price: লঞ্চ করছে দাম বাড়তে পারে Galaxy S23 FE থেকেও বেশি”
Comments are closed.