ভারতের বাজারে লঞ্চ করলো টেকনো নতুন ফোন Tecno Pop 9 5G এই নতুন বাজেট ফোনে tecno বেশ কিছু প্রিমিয়াম ফিচার অ্যাড করেছে যেমন Near-field communication (NFC) নতুন এই ফোনেটিতে 48 মেগাপিক্সেল এর ক্যামেরা দেওয়া হয়েছে এবং পাওয়ারফুল MediaTek Dimensity 6300 চিপসেট রয়েছে প্রসেসিং এর জন্য। ফোনটি অক্টোবর মাসে ৭ তারিখে উপলব্ধ হবে কেনার জন্য এখন অগ্রিম বুকিং শুরু করেছে কোম্পানি।
আরো পড়ুন : iQOO Z9 Turbo+ : আসছে তিনটি কালারে জানা গেল অফিসিয়ালি
Tecno Pop 9 5G ফিচার
Tecno Pop 9 5G এ রয়েছে এলসিডি ডিসপ্লে যদিও কোম্পানির পক্ষ থেকে কত ইঞ্চির ডিসপ্লে তা জানানো হয়নি। এবং পাওয়া যাবে 120Hz এর রিফ্রেশ রেট। MediaTek Dimensity 6300 চিপসেট ৪ জিবির র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ এর সাপোর্ট।
ক্যামেরা ডিপার্টমেন্ট এ থাকবে 48 মেগাপিক্সেল এর Sony IMX582 ব্যাক ক্যামেরা সেন্সর এবং 8- মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। ফোনটিতে দুটি স্পিকার থাকবে যাতে Dolby Atmos এর সাপোর্ট ও পাওয়া যাবে। Tecno Pop 9 এ দেওয়া হয়েছে infrared sensor সেন্সর যেটির দ্বারা টিভি,এয়ার কন্ডিশনার ,স্মার্ট স্পিকার মতো জিনিস রিমোট কন্ট্রোল করতে পারবে ফোনটি দিয়ে।
পাওয়ার ব্যাকআপ এর জন্য ফোনটিতে রয়েছে 5,000mAh এর ব্যাটারী 18W ওয়্যার চার্জিং এর সাপোর্ট।
আরো পড়ুন : Redmi Watch 5 Lite: বিল্ড ইন GPS এর সাথে 50 meter পর্যন্ত জলের নিচে চলবে এই ঘড়িটি
Tecno Pop 9 5G দাম (price)
Tecno Pop 9 5G শুরু হচ্ছে 9,499টাকা থেকে 4 gb ও 8gb ram এবং 128 gb স্টোরেজ এর সাথে পাওয়া যাবে ফোনটি যার উচ্ছ মডেল এর দাম হবে 9,999 টাকা। ফোনটি আমাজন থেকে অগ্রিম বুকিং করা যাবে মাত্র 499 টাকায়।
1 thought on “Tecno Pop 9 5G: IP54 রেটিং,48-মেগাপিক্সেল ক্যামেরা সাথে লাঞ্চ হলো ! জানুন দাম এবং ফিচার”
Comments are closed.