Tecno তাদের নতুন বাজেট স্মার্টফোন Tecno Spark 30C 5G লঞ্চ করেছে। এই ফোনটির একটি 4G ভেরিনেন্ট গত সেপ্টেম্বর মাসেই লঞ্চ হয়েছিল। টেকনো তাদের এই নতুন ফোনটিতে iPhone 16 স্টাইল এর ডিজাইন এর চাপ দেওয়ার চেষ্টা করেছে।
আরো পড়ুন : Lava Agni 3 5G: ডুয়াল স্ক্রিন এর সাথে লঞ্চ হলো জানুন বিস্তারিত
Tecno Spark 30C 5G ফিচার
ফোনটিতে 6.67 ইঞ্চির এলসিডি এইচডি + এর ডিসপ্লে রয়েছে এবং 120Hz এর রিফ্রেশ রেট ও দেওয়া হয়েছে। ফোনটি মূলত নজর কেড়েছে তার iPhone 16 এর মতো ডিজাইন এর জন্য যেখানে দুটি ক্যামেরা লম্বা লুম্বি দেওয়া হয়েছে এবং ফ্ল্যাশ লাইট টি ঠিক তার পশে যেমন iPhone 16 তে আমরা দেখেছি। প্রসেসিং এর জন্য Tecno Spark 30C 5G ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 6300 এর চিপসেট। 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এর সাপোর্ট। এছাড়াও এক্সটার্নাল SD কার্ড এর সাপোর্ট রয়েছে যাতে করে ইউসার আরো বেশি এক্সট্রা স্টোরেজ পেয়ে যাবেন।
বাজেট ফোন হওয়া সত্ত্বেও ফোনটিতে 48 মেগাপিক্সেল এর Sony IMX582 এর সেন্সর দেওয়া হয়েছে। সামনে সেলফির জন্য রয়েছে 8-মেগাপিক্সেল এর ক্যামেরা। 5,000mAh এর একটি বড়ো ব্যাটারী এবং 18W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এছাড়াও IP54 এর মতো বিশেষ দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে।
Tecno Spark 30C full specifications :
Feature | Details |
---|---|
Color | Midnight Shadow, Aurora Cloud, Azure Sky |
Operating System | Android 14 |
Processor | MediaTek Dimensity 6300 5G |
Network | 2G, 3G, 4G, 5G |
Display | 120Hz 6.67″ HD+ Hole Screen |
Resolution | 720 x 1600 |
Front Camera | 8MP, Dual Flash |
Rear Camera | 48MP, Triple Flash |
Fingerprint Sensor | Side-mounted |
Battery | 5000mAh, 18W Fast Charge, Type-C |
Speakers | Stereo Dual Speakers, Dolby Atmos, Hi-Res Audio |
Infrared Remote Control | Supported |
NFC | Supported |
Dust & Water Resistance | IP54 Rating |
Touch Control | Wet & Oily Touch Control |
Memory (Option 1) | 64GB ROM + 8GB RAM (4GB + 4GB Extended) |
Memory (Option 2) | 128GB ROM + 8GB RAM (4GB + 4GB Extended) |
আরো পড়ুন : iPhone SE 4: 2025 সালেই লঞ্চ করতে পারে এই ফোনটি
Tecno Spark 30C 5G দাম
Tecno Spark 30C 5G অনেক গুলো কালার অপসন এ লঞ্চ করছে Midnight Shadow, Azure Skye, এবং Aurora Cloud ফোনটির 4GB + 64GB ভেরিয়েন্ট এর দাম 9,999 টাকা এবং 4GB + 128GB এর দাম 10,499 টাকা রাখা হয়েছে। ফোনটি অনলাইন প্লাটফর্ম ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে।
1 thought on “Tecno Spark 30C 5G : কম দামে iPhone 16 মতো ডিজাইন এর সাথে লঞ্চ করেছে।”
Comments are closed.