Vivo T4 5G লঞ্চ হতে পারে এপ্রিল মাসেই। জানুন দাম এবং ফিচার সম্পর্কে

Vivo T4 5G খুব শীঘ্রই এপ্রিল মাসেই ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে ভিভো এই ফোনটি। গত বছরের মার্চ মাসে Vivo T3 5G ভারতের বাজারে লঞ্চ করে মন কেড়ে ছিল ব্যবহার কারীদের তারই সাফল্যতার জন্যই Vivo T4 5G লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছেন কোম্পানি।

বেশ কিছু আকর্ষণীয় ফিচার নিয়ে লঞ্চ করবে এই ফোনটি এবং দাম থাকবে বেশ সাধের মধ্যেই। অনুমান করা যাচ্ছে যে ফোনটি ২৫,০০০ টাকা ভারতীয় মূল্যে মধ্যে লঞ্চ করবে। এছাড়াও ফোনটিতে Snapdragon 7s Gen 3 এর মতো প্রসেসর এবং 7,300mAh এর দীর্ঘস্থায়ী ব্যাটারী পাওয়া যাবে। নিচে বিস্তারিত ফিচার এর সম্পর্কে আলোচনা করা হলো।

আরো পড়ুন : Realme Buds Air 7 52dB noise cancellation এবং IP55 & 52h playback এর সঙ্গে লঞ্চ করলো। জানুন বিস্তারিত

Vivo T4 5G ফিচার

ডিসপ্লে : Vivo T4 5G ফোনটিতে থাকবে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি + এমোলেড কার্ভ ডিসপ্লে। ডিসপ্লে তে ১২০ হার্জের রিফ্রেশ রেট থাকবে।

ক্যামেরা : ফোনটিতে পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে। Vivo T4 5G তে Sony IMX882 ৫০ মেগাপিক্সেল এর সেন্সর থাকবে যেটিতে OIS অর্থাৎ optical image stabilization এর মতো টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার ফলে লো লাইট বা কম আলোতেও ভালো ফটো তোলা তোলা যাবে। এছাড়া রয়েছে ২ মেগাপিক্সেল এর দ্বিতীয় ক্যামেরা। এবং সেলফির জন্য সামনে থাকবে ৩২ মেগাপিক্সেল এর একটি সেন্সর।

এছাড়াও সামনে এবং পেছনে উভয় দিকের ক্যামেরা তে থাকবে Artificial intelligence (AI) এর ফিচার।

প্রসেসর : প্রসেসিং এর জন্য Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেট থাকবে।

সফটওয়্যার : অপারেটিং সিস্টেম এ থাকবে Funtouch OS 15 এর সাপোর্ট যেটি Android 15-এর ওপর চলবে।

ব্যাটারী : ফোনটির ব্যাটারী বিভাগে ভিভো খুব ভালো একটি কাজ করেছে পাওয়ার ব্যাকআপ এর জন্য ভিভো ৭,৩০০ এমএইচ এর ব্যাটারী থাকবে বলে জানা যাচ্ছে এবং এটি চার্জ এর জন্য ৯০ ওয়াট এর ফার্স্ট চার্জিং এর সাপোর্ট থাকবে।

আরো পড়ুন : Realme GT 7 Pro:  Snapdragon 8 Elite প্রসেসর এর সঙ্গে লাঞ্চ হচ্ছে নভেম্বর মাসেই

Vivo T4 5G দাম কত?

Vivo T4 5G ফোনটির দাম ২০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যে লঞ্চ হবে বলে জানা যাচ্ছে। দাম নির্ধারিত হবে ফোনটির স্টোরেজ এবং র‌্যাম্ এর ওপর এবং ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট এ লঞ্চ করবে- 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ আর  12GB RAM + 256GB স্টোরেজ অপসন এ আসবে বলে জানা যাচ্ছে।

1 thought on “Vivo T4 5G লঞ্চ হতে পারে এপ্রিল মাসেই। জানুন দাম এবং ফিচার সম্পর্কে”

Comments are closed.