Xiaomi Mix Flip কোম্পানির প্রথম ফ্লিপ স্মার্ট ফোন। ফোনটি গত দুই মাস আগেই লঞ্চ হয়েছিল চিনার বাজারে এবার তার গ্লোবাল মডেল টি বিশ্ব বাজারে লঞ্চ হলো । Xiaomi এই ফ্লিপ ফোনটিতে রয়েছে পাওয়ারফুল Snapdragon 8 Gen 3 এর চিপসেট এবং 12GB of RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ। 4,780mAh এর ব্যাটারী এবং 4.01- এর কভার ডিসপ্লে যার মেন্ ডিসপ্লে সাইজ 6.86- ইঞ্চি।
Xiaomi Mix Flip দাম
বিশ্ব বাজারে Xiaomi Mix Flip এর 12GB+512GB স্টোরেজ দাম EUR 1,300 যেটির ভারতীয় মূল্য 1,21,500 টাকা। Black এবং Purple কালের পাওয়া যাবে। ফোনটি চিনার থেকে একটু বেশি দামে সালে হবে বিশ্ব বাজারে। যদিও Xiaomi ভারতে লঞ্চ কথা এখনো ঘোষণা করেনি।
Xiaomi Mix Flip ফিচার
ডিসপ্লে : ফোনটির মেন্ ডিসপ্লে সাইজ 6.86-ইঞ্চির 1.5K (1,224 x 2,912 পিক্সেল ) রেজুলেশন এর এমোলেড প্যানেল যার রিফ্রেশ রেট 120Hz এর। ডিসপ্লে টিতে support Dolby Vision এবং HDR10+ এর সাপোর্ট ও দেওয়া হয়েছে। Mix Flip এর কভার ডিসপ্লে সাইজ 4.01- ইঞ্চির 1.5K 1,392 x 1,280 পিক্সেল এর এমোলেড প্যানেল।
ক্যামেরা : Xiaomi Mix Flip এ দেওয়া হয়েছে 50-মেগাপিক্সেল এর Light Fusion 800 মেন্ সেন্সর। 50-মেগাপিক্সেল এর OmniVision OV60A40 এর টেলিফোটো সেন্সর যেটিতে 2x এর অপটিক্যাল জুম্ এর সাপোর্ট দেওয়া হয়েছে। দুটি ক্যামেরাতে Leica Vario-Summilux লেন্স এর ব্যবহার করা হয়েছে। সামনে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য 32-মেগাপিক্সেলের OmniVision’s OV32B এর সেন্সর রয়েছে।
র্যাম এবং স্টোরেজ : 12GB LPPDDR5X এর র্যাম এবং 512GB UFS 4.0 এর স্টোরেজ রয়েছে।
প্রসেসর : প্রসেসিং এর জন্য রয়েছে Snapdragon 8 Gen 3 octa-core এর একটি পাওয়ারফুল প্রসেসর।
ব্যাটারী : পাওয়ার ব্যাকআপ এর জন্য ফোনটিতে 4,780 mAh এর ব্যাটারী রয়েছে।
অন্যান্য ফিচার : ফোনটি চলবে এন্ড্রোইড 14 তে এবং রয়েছে Xiaomi HyperOS UI Mix Flip এ dual Nano SIM এর সাপোর্ট রয়েছে। আর রয়েছে NFC এবং 5G, ব্লুএটুথ 5.4 এর ফিচার।
1 thought on “Xiaomi Mix Flip বাজারে আসলো Snapdragon 8 Gen 3 Chipset,50-Megapixel Camera: দাম এবং ফিচার জানুন”
Comments are closed.