Xiaomi ইতিমধ্যেই তাদের নতুন ওয়্যারলেস এয়ারবাড্স টিজার প্রকাশ করেছে। এই নতুন এয়ারবাড্স টির নাম Xiaomi Redmi Buds 6 এবং ইতিমধ্যেই অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে Xiaomi Store এবং অন্নান্য অনলাইন প্লাটফর্ম থেকেও অগ্রিম বুকিং করা যাবে। অফিসিয়ালি Xiaomi Redmi Buds 6 চলতি মাসের ২৫ সেপ্টেম্বরে লঞ্চ করছে।
আরো পড়ুন : Huawei Watch D2 লঞ্চ করলো ১.৮২ ইঞ্চির এমোলেড ডিসপ্লে স্মার্ট ওয়াচ জানুন বিস্তারিত
Xiaomi Redmi Buds 6 স্পেসিফিকেশন
Redmi Buds 6 ইন এয়ার ডিজাইন এর সাথে আসবে। যেটা ব্যবহারকারিদের একটি আরামদায়ক অনুভূতি দেবে। রয়েছে সিরামিক ডায়নামিক ড্রাইভার যেটি ফ্ল্যাগশিপ লেভেল এর সাউন্ড কোয়ালিটি প্রদান করবে যেটি ব্যাবহার কারিদের সামগ্রিক অভিজ্ঞতা আরো উন্নত করে তুলবে।
Redmi Buds 6 রয়েছে উন্নত পরিমানের নয়েস ক্যান্সল্যাশন যেটি সর্বোচ্ছ 49dB পর্যন্ত noise cancellation করতে সক্ষম।
Buds 6 এ লং ব্যাটারী লাইফ যেটি ৪২ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ প্রদান করবে এমনটাই কোম্পানির দাবি। এয়ারবাড্স টি দুটি কালারে লঞ্চ করবে একটি গ্রীন কালার এবং অপরটি হোয়াইট কালার।
লঞ্চ হওয়ার সময় আরো বিশেষ ফিচার জানা যাবে। যদিও কোম্পানির তরফ থেকে কোনো প্রকার দাম ঘোষণা করা হয়নি। অগ্রিম বুকিং চলবে ২৫ সেপ্টেম্বর ০৬:০০ PM পর্যন্ত।
1 thought on “Xiaomi Redmi Buds 6 : লঞ্চ করছে ২৫ সে সেপ্টেম্বরে”
Comments are closed.