Samsung তাদের নতুন ফোন Samsung Galaxy S24 FE লঞ্চ করলো ভারতের বাজারে। স্যামসুং এর S সিরিজ এর ফোন সবারই খুব পছন্দের কিন্তু দামের জন্য অনেকে পিছু পা হয়ে যাই তাই সেই কথা মাথায় রেখে স্যামসুং প্রতি বছর তাদের ফ্যান এডিশন (FE) সিরিজ লঞ্চ করে। এবছর তার ব্যাতিক্রম হয়নি। আসুন জানি কত দাম রেখেছে স্যামসুং তাদের নতুন Galaxy S24 FE তে এবং কি কি ফিচার অফার করছে।
আরো পড়ুন : Xiaomi Mix Flip বাজারে আসলো Snapdragon 8 Gen 3 Chipset,50-Megapixel Camera: দাম এবং ফিচার জানুন
Samsung Galaxy S24 FE price (Samsung Galaxy S24 FE দাম কত)
Samsung Galaxy S24 FE তিনটি কালারে লঞ্চ হয়েছে “Blue, Graphite, এবং Mint” কালার। 8GB + 128GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 59,999 টাকা। এবং 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 65,999 টাকা।
Samsung Galaxy S24 FE Pre-Booking offer (অগ্রিম বুকিং অফার)
অগ্রিম বুকিং এর ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে। অগ্রিম বুকিং এ কাস্টমার রা 8GB+128GB দামে 8GB+256GB পেয়ে যাবেন 59999 এবং পেয়ে যাবেন Samsung Care+ package যার দাম 4799 টাকা এবং সেটা পেয়ে যাবেন 999 টাকায়। এবং Samsung Finance এর মাধ্যমে 12 মাস পর্যন্ত No Cost EMI সুবিধাও দেওয়া হচ্ছে এই অফার এ। কেনা যাবে স্যামসুং এর অফিসিয়াল ওয়েবসাইট এ এবং রিটেল স্টোরে
Samsung Galaxy S24 FE specification (ফিচার)
ডিসপ্লে : ফোনটিতে 6.7- ইঞ্চির Super AMOLED Infinity-O ফ্লাট ডিসপ্লে স্ক্রিন এর ফ্রেশ রেট 120Hz এর দেওয়া হয়েছে। 1900 পিক ব্রিগটনেস এবং Corning Gorilla Glass Victus+ এর প্রটেকশন।
প্রসেসর : Galaxy S24 FE ফোনটিতে Exynos 2400e এর চিপসেট দেওয়া হয়েছে। যার AnTuTu Benchmark 1315145
Component | Score |
---|---|
CPU | 1,315,145 |
GPU | 349,117 |
Memory | 450,106 |
UX | 238,207 |
Total | 1,315,145 |
র্যাম এবং স্টোরেজ : 8GB র্যাম এবং 128GB আর 256GB স্টোরেজ অপসন রয়েছে।
ক্যামেরা : ফোনটির পেছনে তিনটি ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার মেন্ সেন্সর 50-মেগাপিক্সেল এর OIS সেন্সর। 12-মেগাপিক্সেল এর আলট্রা ওয়াইড সেন্সর যেটি 123-ডিগ্রি ফাইন্ড অফ ভিউ ক্যাপচার করতে সক্ষম এবং রয়েছে। 8-মেগাপিক্সেল টেলিফোটো OIS সেন্সর যেটিতে 3X optical Zoom রয়েছে। এবং সেলফি আর ভিডিও কলিং এর জন্য 10-মেগাপিক্সেল এর সেন্সর।
ব্যাটারী : পাওয়ার ব্যাকআপ এর জন্য রয়েছে 4700mAh এর ব্যাটারি এবং 25W এর ফাস্ট চার্জিং এছাড়াও ওয়্যারলেস এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট ও রয়েছে।
Samsung Galaxy S24 FE specifications:
Feature | Specification |
---|---|
Display | 6.7-inch FHD+ Infinity-O Dynamic AMOLED, 120Hz refresh rate, up to 1900 nits brightness, Corning Gorilla Glass Victus+ |
Processor | Up to 3.1GHz Deca-Core Samsung Exynos 2400e (4nm) with Samsung Xclipse 940 GPU |
RAM and Storage | 8GB RAM, 128GB / 256GB storage |
OS | Android 14 with One UI 6.1.1 |
SIM | Dual SIM |
Rear Camera | 50MP main (OIS), 12MP Ultra Wide (f/2.2), 8MP Telephoto (OIS, 3X Optical Zoom, f/2.4) |
Front Camera | 10MP with f/2.4 aperture |
Water Resistance | IP68 |
Audio | USB Type-C, Stereo speakers, Dolby Atmos |
Security | In-display fingerprint scanner |
Dimensions and Weight | 77.3 x 162.0 x 8.0mm; 213g |
Connectivity | 5G SA/NSA, 4G VoLTE, Wi-Fi 6E, Bluetooth 5.3, GPS + GLONASS, USB 3.1, NFC |
Battery | 4,700mAh with 25W wired fast charging, wireless charging, wireless power share |
2 thoughts on “Samsung Galaxy S24 FE: ভারতে লঞ্চ করলো জানুন দাম এবং ফিচার”
Comments are closed.