Lava Agni 3 5G: ডুয়াল স্ক্রিন এর সাথে লঞ্চ হলো জানুন বিস্তারিত

লাভা তাদের নতুন ফোন Lava Agni 3 5G লঞ্চ করেছে আজই অর্থাৎ 04 অক্টোবর এ। এটি এই সেগমেন্ট এর প্রথম ফোন যেখানে ডুয়াল স্ক্রিন দেওয়া হয়েছে। পেছনে ক্যামেরার পাশে 1.74 ইঞ্চির এমোলেড ডিসপ্লে ডিসপ্লে রয়েছে যেটি ব্যবহার করে সেলফি তোলা যাবে পেছনের ক্যামেরা থেকে এছাড়াও কল রিসিভ,ম্যাসেজ নোটিফিকেশন, হেলথ ট্র্যাকিং এর মতো ফিচার ব্যবহার করতে পারা যাবে ।

আরো পড়ুন : iPhone SE 4: 2025 সালেই লঞ্চ করতে পারে এই ফোনটি

Lava Agni 3 5G ফিচার

ডিসপ্লে : 6.78 ইঞ্চির 1.5K রেজুলেশন এর 3D কার্ভ ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট 120Hz এছাড়াও পেছনে একটি 1.74 ইঞ্চির secondary এমোলেড ডিসপ্লে রয়েছে। 1200 নিটস এর পিক ব্রিগটনেস দেওয়া হয়েছে যেটি প্রখর রৌদ্রতেও ক্রিয়ার ডিসপ্লে দেখতে সাহায্য করবে।

প্রসেসর : প্রসেসিং এর জন্য Dimensity 7300X প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এটি সেগমেন্ট এর প্রথম ফোন যেটাতে এই প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা : 50- মেগাপিক্সেল এর sony মেন্ সেন্সর 8- মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর 8-মেগাপিক্সেলের টেলিফোটো 3x অপটিক্যাল সেন্সর এবং 30x পর্যন্ত ডিজিটাল জুম্ এর সাপোর্ট। সামনে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের Samsung সেন্সর ব্যবহার করা হয়েছে।

স্টোরেজ : 8GB LPDDR5 এর RAM এবং 128GB/256GB UFS 3.1 এর স্টোরেজ দেওয়া হয়েছে।

ব্যাটারী এবং চার্জিং সাপোর্ট : 5000mAh এর ব্যাটারী পাওয়ার ব্যাকআপ এর জন্য দেওয়া হয়েছে সঙ্গে 66W ওয়্যার যুক্ত USB Type-C ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে।

আরো পড়ুন : Motorola ThinkPhone 25: ব্যবসায়িক কাজের জন্য নতুন ফোন লঞ্চ করছে মটোরোলা জানুন বিস্তারিত

Lava Agni 3 5G full specifications:

FeatureDetails
Display6.78-inch (1200 x 2652 pixels), 1.5K 3D curved AMOLED, 120Hz refresh rate, 1200 nits peak brightness, HDR 10+
Secondary Screen1.74″ (336 x 480 pixels) AMOLED
ProcessorOcta Core (2 x 2.5GHz Cortex-A78 + 6 x 2GHz Cortex-A55 CPUs), MediaTek Dimensity 7300X 4nm, Mali-G615 MC2 GPU
RAM8GB LPDDR5
Storage128GB / 256GB UFS 3.1
SIMDual SIM (nano + nano)
Operating SystemAndroid 14
Rear Cameras50MP (1/1.55″ Sony sensor, OIS), 8MP ultra-wide (f/2.2), 8MP 3x telephoto, 30x digital zoom
Front Camera16MP (Samsung sensor)
Fingerprint SensorIn-display
AudioUSB Type-C audio, Stereo speakers, Dolby Atmos
Water/Dust ResistanceIP64 rating
Dimensions163.7×75.53×8.8mm
Weight212g
Connectivity5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 6E, Bluetooth 5.4, GPS, GLONASS, Galileo, Beidou, QZSS, NFC, USB Type-C
Battery5000mAh (typical) with 66W fast charging

Lava Agni 3 5G price

Lava Agni 3 5G দুটি স্টোরেজ ভেরিয়েন্ট দেয়া পাওয়া যাবে 8GB+128GB স্টোরেজ এর দাম (চার্জার ছাড়া) 20,999 টাকা। 8GB+128GB (চার্জার এর সঙ্গে) দাম 22,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ এর দাম (চার্জার এর সঙ্গে) 24,999 টাকা ভারতীয় মূল্য। ফোনটি কেনা হবে আমাজন থেকে।

1 thought on “Lava Agni 3 5G: ডুয়াল স্ক্রিন এর সাথে লঞ্চ হলো জানুন বিস্তারিত”

Comments are closed.